জেলা পুলিশ, পঞ্চগড়ের উদ্যোগে বিনামূল্যে সাধারণ মানুষের চোখের ছানি অপারেশন কার্যক্রমঃ
অদ্য ২১/০৫/২০২৩ খ্রি: সকাল ১১:৩০ ঘটিকার সময় মাননীয় ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের সহোযোগিতায় পুলিশ লাইন্স, পঞ্চগড় ড্রিলশেডে বিনামূল্যে চোখে ছানি রোগীদের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। দিনব্যাপী এই চক্ষু শিবিরে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত নাগরিকদের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরবর্তিতে ছানি রোগীকে শনাক্ত করে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য।
উক্ত কর্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস.এম. সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব কনক কুমার দাস, ডাঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ, মেডিকেল অফিসার, জেলা পুলিশ হাসপাতাল, পঞ্চগড়, ডাঃ জনাব একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ,পরিচালক দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন, ডা: সাজ্জাদুল বারী রকি, ডাঃ জনাব মুশফিকুর আলম, দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন, রংপুর বাংলাদেশ সহ চিকিৎসা সেবা প্রহণকারী নারী-পুরুষগণ।
0 Comments